মাধবপুরে পরকীয়া সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, লাশ উদ্ধার; স্বামী গ্রেপ্তার
- আপডেট সময় : ০৯:৪৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে
মাধবপুরে পরকীয়া সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, লাশ উদ্ধার; স্বামী গ্রেপ্তা
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছেন রাজন মিয়া (২৬) নামের এক যুবক। হত্যার পর লাশ গোপন করতে গ্রামসংলগ্ন পরিত্যক্ত জমির বালির নিচে পুঁতে রাখেন তিনি। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে আদালতে আত্মসমর্পণের উদ্দেশ্যে যাওয়ার পথে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী লাশ উদ্ধার করা হয়।
নিহত শাপলা বেগম (১৯) ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের সুমন মিয়ার মেয়ে। প্রায় দেড় বছর আগে তার বিয়ে হয়েছিল রাজন মিয়ার সঙ্গে, যিনি হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুড়ি এলাকার কাজল মিয়ার ছেলে।
ঘটনার সূত্র পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয়ে মনোমালিন্য চলছিল। বিশেষ করে পরকীয়া সন্দেহে তাদের মধ্যে নিয়মিত ঝগড়া হতো। সোমবার (৩ নভেম্বর) রাতেও একই বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রাজন মিয়া স্ত্রী শাপলাকে শ্বাসরোধে হত্যা করেন। পরে লাশ গোপন করার জন্য স্থানীয় করড়া গ্রামে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে বালির নিচে পুঁতে রাখেন।
পুলিশের অভিযান ও লাশ উদ্ধার
মঙ্গলবার সকালে রাজন মিয়া আদালতে আত্মসমর্পণের উদ্দেশ্যে যান। এসময় পুলিশের সন্দেহ হলে তাকে আটক করা হয়। হেফাজতে নেওয়ার পর জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেন এবং লাশের অবস্থান জানান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বালির নিচে চাপা দেওয়া শাপলার লাশ উদ্ধার করে।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন বলেন,
“আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তার রাজন বর্তমানে থানায় হেফাজতে রয়েছে এবং তাকে আদালতে হাজির করা হবে।”
স্থানীয়দের প্রতিক্রিয়া এ ঘটনার পর এলাকায় শোক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, সংসার জীবনে ছোটখাটো বিরোধ থাকা স্বাভাবিক, কিন্তু এমন নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।














