বহুলা গ্রামে চাঁদাবাজির অভিযোগে পিতা-পূত্র আটক
- আপডেট সময় : ১১:৩৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫ ১৪২ বার পড়া হয়েছে
হবিগঞ্জ সদর উপজেলার বহুলা এলাকায় চাঁদাবাজির অভিযোগ দায়ের
আহত গোল বাহার
করায় বিধবার উপর হামলার ঘটনায় পিতা ও পূত্রকে আটক করেছে পুলিশ। (২য় পৃষ্ঠায়)
সাব-রেজিস্ট্রারের কাছে দরখাস্ত
বন্টন নামা ছাড়া ওয়ারিশান সম্পত্তি বিক্রির পাঁয়তারা
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বহুলা গ্রামের মৃত আব্দুস শহীদ খান ও মৃত পিয়ারা বেগমের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত
সম্পত্তি নিয়ে ওয়ারিশদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, বাটোয়ারা দলিল ছাড়াই মৃত দম্পতির (৩য় পৃষ্ঠায়)
(১ম পৃষ্ঠার পর) গতকাল সোমবার বিকালে তাদেরকে গ্রেফতার করে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার বহুলা গ্রামের ঘর আলী ছেলে জামাল মিয়া (৫০) ও জামাল মিয়ার ছেলে জুসেল মিয়া (২৮)। –
ভুক্তভোগী গোল বাহার থানায় দায়ের করা অভিযোগপত্রে উল্লেখ করেন, আসামিরা দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। পরবর্তীতে গত ৩১ অক্টোবর বিকেল আনুমানিক ৫টার দিকে গোপাল বায়েনের বসতবাড়ির পাশে পূর্বপরিকল্পিতভাবে জুবেল মিয়া ও জামাল মিয়া সহ আরও কয়েকজন লোক গিয়ে তাকে নানা প্রকার ভয়ভীতি প্রদর্শন করে।
অভিযোগে আরও বলা হয়, তারা জোরপূর্বক তার কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করে এবং টাকা না দিলে প্রাননাশের হুমকি দেয়। বিষয়টি নিয়ে এলাকায় আতঙ্কের
হবিগঞ্জ সৃষ্টি হয়। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হলে গোল বাহার গত রবিবার সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করায় তারা ক্ষিপ্ত হয়ে গতকাল গোল বাহারকে মারধর করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে পিতা ও পূত্রকে আটক করে। সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসী গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরেই এলাকায় বিভিন্ন সময় প্রভাব বিস্তার, সুদের ব্যবসা, সরকারী জায়গা দখল করে বাড়ি নির্মাণ করে বসবাস ও চাঁদাবাজিসহ নানা অপকর্মে জড়িত ছিল।














