সঠিক বিচার না হওয়া পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ ঘোষণা বড়বাজার মালিক সমিতির
বানিয়াচংয়ে সিএনজি চালককে মারধর ও গাড়ি ভাঙচুর
- আপডেট সময় : ০৭:৪২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে
হবিগঞ্জের বানিয়াচং সড়কে ব্যারিকেড দিয়ে সিএনজি অটোরিকশা আটক, চালকদের মারধর ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দুই সংগঠনের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে নবীগঞ্জ সিএনজি অটোরিকশার পক্ষ নিয়ে গ্যানিংগঞ্জ (নতুন বাজার) মালিক সমিতির লোকজন শরিফউদ্দিন সড়কে ব্যারিকেড দিয়ে বড়বাজার মালিক সমিতির অধীন প্রায় ১২–১৫টি অটোরিকশা আটক করে। এ সময় তারা চালকদের মারধর ও গাড়ি ভাঙচুর করে।
হামলায় অন্তত ১৫ জন চালক আহত হয়েছেন বলে জানা গেছে।
আহতদের মধ্যে আছেন—সুমন মিয়া (৩২), সালমান মিয়া (২৭), আব্দুল আহাদ (৩০), মাইনউদ্দিন (৩৩), এনাম মিয়া (৩২), শাবান মিয়া (৩০), বেনু মিয়া (২৮), তুফাজ্জল মিয়া (২১), রিদ্দুত মিয়া (৩৫), বশির মিয়া (৩৮), নুরুল মিয়া (২৫), মুক্তাদির মিয়া (২২) ও রাজন মিয়া (২৫) প্রমুখ।
তাদের মধ্যে কয়েকজনকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে, বাকিরা স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেন।
খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক গাড়িগুলো উদ্ধার করে।
বড়বাজার মালিক সমিতির নেতারা অভিযোগ করেন,
> “নবীগঞ্জ মালিক সমিতির সঙ্গে দীর্ঘদিনের বিরোধ থাকলেও গ্যানিংগঞ্জ বাজারের কিছু লোক নবীগঞ্জের পক্ষ নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা চালায়। তারা আমাদের চালকদের ওপর হামলা করে, টাকা-পয়সা ও মোবাইল ছিনিয়ে নেয় এবং গাড়ির চাকা পর্যন্ত খুলে নেয়।”
এ ঘটনায় ক্ষুব্ধ বড়বাজার মালিক সমিতির নেতৃবৃন্দ সঠিক বিচার না হওয়া পর্যন্ত আগামী শুক্রবার (৩১ অক্টোবর) থেকে বানিয়াচং সড়কে সব সিএনজি অটোরিকশা চলাচল বন্ধের ঘোষণা দেন।
অন্যদিকে, বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের লক্ষ্যে বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসাইন মারুফ মিয়া উভয়পক্ষ ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানা গেছে।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন,
> “পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে। পুনরায় এমন ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”















