দেশেই আছেন ডন-সামিরা: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
- আপডেট সময় : ০৮:২৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের অমর নায়ক সালমান শাহ তার মৃত্যুর রহস্যের জট এখনও কাটেনি। প্রায় ২৯ বছর পেরিয়ে গেলেও এই ঘটনাকে ঘিরে চলছে বিতর্ক, নতুন তদন্ত এবং অসংখ্য প্রশ্ন।
সম্প্রতি আদালত সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। এদিকে মামলার দুই আলোচিত আসামি সালমানের সাবেক স্ত্রী সামিরা হক এবং বাংলা চলচ্চিত্রের খলনায়ক মোহাম্মদ আশরাফুল হক ডন দেশেই আছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। তবে তাদের সুনির্দিষ্ট অবস্থান এখনো শনাক্ত করা যায়নি।
ডিএমপি মিডিয়া বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন, “এজাহারে যাদের নাম আছে, তদন্তের স্বার্থে তাদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। শনাক্ত করতে পারলে জিজ্ঞাসাবাদের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।”
ইতোমধ্যে আদালত আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে। অন্যদিকে সামিরা হকের বর্তমান স্বামী উচ্চ আদালতে আগাম জামিনের আবেদন করেছেন।
গত ২৯ বছরে সালমান শাহর মৃত্যুর ঘটনা তদন্ত করেছে চারটি আলাদা সংস্থা, যারা প্রত্যেকেই প্রতিবেদন দিয়েছে এটি আত্মহত্যা। তবে গত ২১ অক্টোবর, আদালতের নির্দেশে সালমান শাহর মামা রমনা থানায় নতুন করে হত্যা মামলা দায়ের করেন। এতে সামিরা, ডন, আজিজ মোহাম্মদ ভাইসহ ১১ জনকে আসামি করা হয়।
সালমান শাহর মৃত্যুর দিন তার মায়ের দাবি ছিল, ছেলের মরদেহে রক্তের দাগ ছিল।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজের মর্গ সহকারী মোহাম্মদ সেকেন্দার বলেন, “গলায় যে দাগ ছিল, তা রিপোর্টে নোট করা হয়েছে। ডাক্তার নিয়ম মেনে ময়নাতদন্ত করেছেন। তবে মৃত্যুর পর রক্ত লাগলে সেটি আলাদা বিষয়।”
এছাড়া ১৯৯৭ সালে মামলার ১১ নম্বর আসামি রেজভি আহমেদ ফরহাদের জবানবন্দি আবারও আলোচনায় এসেছে। তিনি দাবি করেন,
“সালমান শাহকে হত্যা করে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সাজানো হয়েছিল।” এসময় তিনি নিজেও ঘটনার সঙ্গে জড়িত থাকার স্বীকারোক্তি দিয়েছেন বলে জানা যায়।
পুলিশ জানিয়েছে, মামলার সব দিক নতুন করে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হচ্ছে।
এখন সবার প্রশ্ন এই দীর্ঘ প্রতীক্ষার পর সালমান শাহর মৃত্যুর রহস্যের শেষ সত্যটা কি এবার প্রকাশ পাবে?
পুরো দেশজুড়ে সালমান ভক্তরা তাকিয়ে আছে সেই উত্তরের দিকে।















