নবীগঞ্জে কাপড় ব্যবসায়ীর গাড়িতে ডাকাতি: র্যাব-৯ এর হাতে দুই ডাকাত আটক
- আপডেট সময় : ০৭:১৩:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ৬১ বার পড়া হয়েছে
হবিগঞ্জ জেলার নবীগঞ্জে কাপড় ব্যবসায়ীর গাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় র্যাব-৯ এর হাতে দুইজন ডাকাত আটক হয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) জানায়, এলিট ফোর্স হিসেবে প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব মাদক, হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গি দমন, অস্ত্র ও ছিনতাইকারীদের বিরুদ্ধে সফল অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় নবীগঞ্জের এই আলোচিত ডাকাতি মামলার আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হয়।
মামলার বিবরণে জানা যায়, ভিকটিম মোঃ নিয়াজ উদ্দিন সিলেট জেলার বিয়ানীবাজার থানার কোনা গ্রামের বাসিন্দা ও স্থানীয় কাপড় ব্যবসায়ী। গত ১৮ অক্টোবর ২০২৫ ইংরেজি তারিখ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে তিনি নরসিংদীর বাবুরহাট থেকে কাপড় ও অন্যান্য পণ্য ক্রয় করে প্রাইভেটকারযোগে ফিরছিলেন। পথে হবিগঞ্জের নবীগঞ্জ থানাধীন সাতাইহাল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে পৌঁছালে পিছন দিক থেকে একটি লাল রঙের ডিআই পিকআপ এসে তার গাড়িকে ধাক্কা দিয়ে পথরোধ করে।
এসময় পিকআপে থাকা ৫ জন ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্রসহ ভিকটিমের গাড়িতে হামলা চালায়। তারা ভিকটিম ও তার দুই সহযোগীকে হাত-পা ও চোখ বেঁধে মারধর করে এবং কাপড়সহ নগদ টাকা, মোবাইল ফোন ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেয়। মোট ৩ লাখ ২৮ হাজার ৬০০ টাকার মালামাল ডাকাতরা লুট করে দক্ষিণমুখী হয়ে পালিয়ে যায়।
ঘটনার পর ভিকটিম নিজে বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন (মামলা নং-১৭, তারিখ ২০/১০/২০২৫, ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড ১৮৬০)।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ২৯ অক্টোবর ২০২৫ ইংরেজি তারিখ রাত ১২টা ৫ মিনিটে চুনারুঘাট থানার উবাহাটা ইউনিয়নের নতুনব্রিজ এলাকায় অভিযান চালায়। এসময় তারা নবীগঞ্জ ডাকাতি মামলায় জড়িত দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার বাগেরখাল গ্রামের মৃত সমছু মিয়ার পুত্র মিজানুর রহমান ওরফে রমজান (২৫)
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার লক্ষীপুর গ্রামের শুক্কুর আলীর পুত্র আসাদ মিয়া (৩৫)।
গ্রেফতারকৃতদের নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।















