কিছু দল জান্নাতের প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছে: রিজভী
- আপডেট সময় : ০৭:৩৪:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকলকে সঙ্গে নিয়ে দেশ গড়ে তুলতে চান, তার মধ্যে কোনো হিংসা বা প্রতিহিংসার মনোভাব নেই বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর পল্টনে জিয়া মঞ্চের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, “তারেক রহমানের লক্ষ্য সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গঠন করা। তাঁর মনে কোনো হিংসা নেই। কিন্তু খালেদা জিয়াকে মানসিক ও শারীরিকভাবে দুর্বল করে দেওয়ার জন্য অতীতে নানামুখী অত্যাচার চালানো হয়েছিল। এমনকি তাঁকে কারাগারে ‘বিষ প্রয়োগ’ করা হয়েছিল কিনা, সে প্রশ্নও উঠে এসেছে।”
তিনি আরও বলেন, “বর্তমানে কিছু রাজনৈতিক দল ধর্মের নামে জান্নাতের প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছে, যা জনগণকে প্রতারিত করার শামিল। আবার কারও কারও আচরণ থেকে মনে হয়, তারা গায়ের জোরে সব কিছু করতে চায়। কিন্তু জনগণ কখনো জবরদস্তি পছন্দ করে না। জনগণের রায় ও অংশগ্রহণের মাধ্যমেই রাষ্ট্র পরিচালিত হওয়া উচিত।”
রিজভী অভিযোগ করেন, “দেশে সম্প্রতি যে নাশকতার ঘটনা ঘটছে, তাতে সন্দেহ তৈরি হচ্ছে—এই ঘটনাগুলোর পেছনে শেখ হাসিনার নির্দেশ বা প্রভাব আছে কি না। তিনি ভারতের সহযোগিতায় দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন কিনা, তা নিয়েও প্রশ্ন উঠেছে।”















