হবিগঞ্জে শায়েস্তানগরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ১৫
- আপডেট সময় : ০১:০৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে
হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় মোহনপুর ও শায়েস্তানগর এলাকার দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার (২৩ অক্টোবর) রাত প্রায় ১০টার দিকে এ সংঘর্ষ শুরু হয়, যা দীর্ঘক্ষণ ধরে চলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো একটি সামান্য ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, পরে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এসময় উভয় পক্ষের লোকজন ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।
সংঘর্ষের ঘটনায় অন্তত ১০-১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে কয়েকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের কারণে ওই সময় শহরের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং আশপাশের দোকানপাটও বন্ধ হয়ে যায়।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে সংঘর্ষের সঠিক কারণ এখনো জানা যায়নি। পুলিশ বলছে, ঘটনার তদন্ত চলছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।















