সংবাদ শিরোনাম ::
প্রচ্ছদ /
Uncategorized, অর্থনীতি, আইন-আদালত, আন্তর্জাতিক, তথ্যপ্রযুক্তি, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, সিলেট
হবিগঞ্জে আত্মগোপনে থাকা যশোরের ইজিবাইক চালক হত্যা মামলার আসামি গ্রেফতার
হবিগঞ্জ প্রতিনিধি
- আপডেট সময় : ০৮:৫২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ৮৮ বার পড়া হয়েছে
যশোরের আলোচিত ইজিবাইক চালক জাহিদুল ইসলাম হত্যা মামলার আসামি আশরাফুল ইসলামকে হবিগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব-৯।
আজ (বৃহস্পতিবার) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার শাহ আলম।
র্যাব জানায়, গত ১৮ অক্টোবর সকালে যশোরের কোতুয়ালী থানার আশ্রম রোড এলাকায় নিজের ইজিবাইক পরিষ্কার করছিলেন জাহিদুল ইসলাম। এ সময় সহকর্মী ইজিবাইক চালক আশরাফুল ইসলামের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে আশরাফুল লাঠি দিয়ে আঘাত করে জাহিদুলকে হত্যা করে পালিয়ে যায়।
এরপর মামলার পর থেকে আশরাফুল আত্মগোপনে ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব।















