চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলনে অভিযান: ৭ জনের কারাদণ্ড ও ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ১০:০৬:২১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে প্রশাসন। এ সময় ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও মোট সাড়ে পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (২২ অক্টোবর ২০২৫) ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বদরগাজি ও হলহলিয়া এলাকায় এই অভিযান চালানো হয়। বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে দোষী প্রমাণিত হওয়ায় নিম্নোক্তদের বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয় তারা হলো : চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের হলহলিয়া গ্রামের মৃত ইন্তাজ উল্লাহর পুত্র মো. ফারুক মিয়া (৫৫) ৫০,০০০ টাকা জরিমানা।
চুনারুঘাট উপজেলার কাঠালবাড়ি গ্রামের সিরাজ মিয়া তালুকদারের পুত্র তাউজ মিয়া (৪১) ৫০,০০০ টাকা জরিমানা।
চুনারুঘাট উপজেলার দেউন্দি গ্রামের মৃত আইয়ুব আলীর পুত্র আলী হায়দর (৫৮) ৫০,০০০ টাকা জরিমানা।
চুনারুঘাট উপজেলার দেউন্দি গ্রামের মো. আইয়ুব আলীর পুত্র মো. জসিম উদ্দিন ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০,০০০ টাকা জরিমানা।
চুনারুঘাট উপজেলার কাঠালবাড়ি গ্রামের মৃত সিরাজ মিয়া তালুকদারের পুত্র খয়ের মিয়া তালুকদার (৩১) ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০,০০০ টাকা জরিমানা। চুনারুঘাট উপজেলার মাঝিশাইল গ্রামের আব্দুল গণির পুত্র মো. আবু সায়েম (৪৭) ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০,০০০ টাকা জরিমানা।
চুনারুঘাট উপজেলার হলদিউড়া গ্রামের মৃত ডেঙ্গু খানের পুত্র মো. আব্দুর রউফ খান ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০,০০০ টাকা জরিমানা।
মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের কারণে পরিবেশ ও কৃষিজমির মারাত্মক ক্ষতি হচ্ছিল। এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত তদারকি ও অভিযান চলবে।















