বানিয়াচংয়ে টমটম মিশুকের দখলে সড়ক,বাঁড়ছে দূর্ভোগ!
- আপডেট সময় : ০৮:০৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ৮১ বার পড়া হয়েছে
বানিয়াচং উপজেলার বিভিন্ন হাট-বাজার ও সড়কগুলোতে অবৈধ ব্যাটারি চালিত টমটম মিশুক তীব্র যানজট সৃষ্টি করে চলেছে। এতে করে অসহনীয় দূর্ভোগ পোহাচ্ছেন জনসাধারণ।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন সড়কে তীব্র যানজটের দৃশ্য দেখা যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা সদরের স্থানীয় বড় বাজার,আদর্শ বাজার ও গ্যানিংগঞ্জ বাজারে কয়েকটি টমটম মিশুক সমিতির আওতায় প্রায় দুই হাজারের অধিক ব্যাটারি চালিত যানবাহন সড়কে চলাচল করছে। জেলা শহরগুলোতে ব্যাটারি চালিত
এসব যানবাহন চলাচলে পৌরসভা কর্তৃক গাড়ির নম্বরভূক্ত করে ট্যাক্স আদায়ের বিধি বিধান রয়েছে। অথচ বানিয়াচং সেগুলো আইন পুরো অচল। প্রশাসনের উদাসীনতায় কোন প্রকার ট্যাক্স বা নম্বর ছাড়াই সড়কে দাপিয়ে বেড়াচ্ছে এসব যানবাহন।
স্থানীয়রা জানান, পায়ে হেটে চলাচল করতেও এখন ভয় করে। উচ্চ গতিতে বেশিরভাগ অল্প বয়সী চালকেরা এসব যানবাহনে ড্রাইভিং করে। বানিয়াচং উপজেলা সদরে ৫ শ টমটম মিশুক থাকলেই যথেষ্ট। অথচ সেখানে ২ হাজারের অধিক যানবাহন সড়কে চলাচল করছে। চাহিদার তুলনায় অধিক হওয়ার ফলেই সড়কে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। প্রশাসন কর্তৃক এগুলোকে একটি নিয়মতান্ত্রিক কাঠামোর মধ্যে আনার দাবি জানান তারা। এতে যানজট নিরসনের পাশাপাশি সরকার প্রচুর রাজস্ব পাবে বলেও মনে করেন স্থানীয় এলাকাবাসী।















