বক্তব্যের সুযোগ না পেয়ে জামায়াতের এমপি প্রার্থীর গাড়ি ভাঙচুর
বক্তব্যের সুযোগ না পেয়ে জামায়াতের এমপি প্রার্থীর গাড়ি ভাঙচুর
- আপডেট সময় : ০৬:৪৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ১০১ বার পড়া হয়েছে
হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর ও এমপি প্রার্থী কাজী মখলিছুর রহমানের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বহরা ইউনিয়নের রাজাপুর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সেলিম মিয়া (৩০) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক নির্বাচনী উঠোন বৈঠকে বক্তব্য দিতে চেয়েছিলেন। কিন্তু তাকে বক্তব্যের সুযোগ না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে বৈঠকস্থল থেকে প্রায় ৫০০ গজ দূরে গিয়ে জেলা জামায়াত আমীরের গাড়ির সামনের গ্লাসে ইট ছুড়ে আঘাত করেন। এতে গাড়ির গ্লাস ভেঙে যায়।
ঘটনার সময় গাড়ির চালক খাবার সংগ্রহের জন্য বৈঠকস্থলে গিয়েছিলেন। সুযোগ পেয়ে একাই এই কাণ্ড ঘটান সেলিম মিয়া।
স্থানীয় ইউপি সদস্য মো. ফরিদ মিয়া বলেন, “সেলিম বিদেশে ছিলেন, দেশে ফিরে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা করানো হয়। এখনও সে পুরোপুরি সুস্থ হয়নি।”
এ বিষয়ে হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর কাজী মখলিছুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও সাড়া পাওয়া যায়নি। তবে জেলা সেক্রেটারি মহসিন আহমেদ বলেন, “আমরা ঘটনাটিকে হালকাভাবে নিচ্ছি না। বিষয়টি পরিকল্পিতও হতে পারে।”
এদিকে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা বলেন, “ঘটনার খবর পেয়ে আমি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়েছি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, সেলিম একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। এজন্য তাকে একাধিকবার চিকিৎসা নিতে হয়েছে। এখনো কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।”















