হবিগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি অনুমোদন
- আপডেট সময় : ০৯:৪৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে
২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে জন্ম নেওয়া সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ–এর হবিগঞ্জ জেলা শাখার নতুন কমিটি অনুমোদন হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তোফায়েল আহমেদ ইকবাল, সাধারণ সম্পাদক জুনায়েদ আলী সিদ্দিকী এবং সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু আহমেদ। এছাড়াও দপ্তর সম্পাদক মিনহাজ উল মাহবুব রাফি এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিন মোঃ রকি দায়িত্ব পেয়েছেন।
গতকাল সোমবার (২০ অক্টোবর) কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৪৬ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় নেতারা বলেন, “ছাত্র অধিকার পরিষদ গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে, হবিগঞ্জ জেলা কমিটিও সেই আদর্শ ধরে রাখবে বলে আমরা বিশ্বাস করি।”
সূত্র: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি















