শায়েস্তাগঞ্জে র্যাবের অভিযানে ২৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ০৯:২৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে র্যাব-৯ এর পৃথক অভিযানে ২৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে চারটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণডোরা ইউনিয়নের অলিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প সূত্রে জানা যায়, ওই রাতে র্যাব সদস্যরা মহাসড়কে নিয়মিত টহল ডিউটিতে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রাকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য বহন করা হচ্ছে।
পরে রাত আনুমানিক ৪টা ৫৫ মিনিটের দিকে র্যাব সদস্যরা অলিপুর এলাকায় সন্দেহভাজন ট্রাকটি থামানোর সংকেত দিলে চালক ও হেলপার পালানোর চেষ্টা করে। র্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করে। পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে চালকের সিটের পেছনে পাটের বস্তায় রাখা অবস্থায় খাকি রঙের স্কচ টেপে মোড়ানো ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন টাঙ্গাইল জেলার মধুপুর থানার কেওতাই বাজার এলাকায় মোঃ হাফিজুর রহমান ছেলে মোঃ হারুন অর রশিদ (৩০), একই এলাকার মোঃ বাবুল হোসেনের ছেলে মোঃ লাল মিয়া (২২),
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাদেরকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানায়, দেশের যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষায় র্যাবের অভিযান অব্যাহত থাকবে।















