মাধবপুরে ৫০০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার, মূল হোতা পলাতক
- আপডেট সময় : ১০:৫৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ ১১০ বার পড়া হয়েছে
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের সহযোগী মূল হোতা পলাতক রয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত ১২টা ২০ মিনিট থেকে ১টার মধ্যে হবিগঞ্জ ‘ক’ সার্কেলের নেতৃত্বে মাধবপুর থানার গন্দবপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পলাতক আসামি মাধবপুর উপজেলার গন্দবপুর গ্রামের ওমর আলীর পুত্র মোঃ জসিম মিয়ার নিজ দখলীয় পশ্চিম দুয়ারী সেমিপাকা ঘর তল্লাশি করে পাঁচটি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেটে রাখা মোট ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
মাধবপুর উপজেলার আমবাড়িয়া গ্রামের রুক মিয়ার পুত্র মোঃ জুবাইদ মিয়া (২৫), মাধবপুর উপজেলার গন্দবপুর গ্রামের শাহনুর রহমানের পুত্র মশিউর আলম (২৪)
এ ঘটনায় পলাতক রয়েছেন মাধবপুর উপজেলার গন্দবপুর গ্রামের ওমর আলীর পুত্র মোঃ জসিম (৪৮)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বহন ও সংরক্ষণের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) এবং ৪১ ধারায় মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী উপপরিদর্শক মীরারানী দেবী জানান, পলাতক আসামিকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।















