মাধবপুরে ৩ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা, দালালকে কারাদণ্ড
- আপডেট সময় : ০৯:৪৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ ১০০ বার পড়া হয়েছে
হবিগঞ্জের মাধবপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদণ্ড এবং এক দালালকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহেদ বীন কাশেমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর।
অভিযানে অনিয়মের কারণে গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা, মাধবপুর ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা এবং ঢাকা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে এখলাছুর রহমান নামে এক দালালকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর বলেন,
ডায়াগনস্টিক সেন্টারগুলোতে নানা ধরনের অনিয়ম পাওয়া গেছে। একই সঙ্গে হাসপাতাল এলাকায় দালালচক্র সক্রিয় ছিল। তাই একজন দালালকে আটক করে ৩০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহেদ বীন কাশেম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন,“ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে নিয়মিত নজরদারি থাকবে। অনিয়ম পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।















