শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে র্যাবের অভিযান: ৭শ টিকিটসহ তিন টিকিট কালোবাজারি গ্রেফতার
- আপডেট সময় : ১০:৫৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারির বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন ট্রেনের ৭শ টিরও বেশি টিকিটসহ তিনজন দালালকে গ্রেফতার করেছে র্যাব-৯।
র্যাব জানায়, প্রতিষ্ঠার পর থেকেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মাদক, হত্যা, সন্ত্রাস, জঙ্গি দমন, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র উদ্ধারসহ নানা অপরাধ দমনে অগ্রণী ভূমিকা পালন করছে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতে র্যাব সবসময় জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে।
টিকিট দালালদের দৌরাত্ম্যে অতিষ্ঠ যাত্রীরা
শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন একটি প্রাচীন ও ব্যস্ত রেলস্টেশন। সম্প্রতি কিছু অসাধু টিকিট দালালের কারণে সাধারণ যাত্রীরা চরম হয়রানির শিকার হচ্ছিলেন। কালোবাজারির কারণে যাত্রীদের স্বাভাবিক দামে টিকিট পেতে হিমশিম খেতে হচ্ছিল, অনলাইনেও টিকিট পাওয়া যাচ্ছিল না।
ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে র্যাব-৯ বিষয়টি আমলে নেয় এবং কার্যকর পদক্ষেপ গ্রহণে উদ্যোগী হয়।
গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ অক্টোবর (সোমবার) রাত সাড়ে ৯টার দিকে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শায়েস্তাগঞ্জ রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন ট্রেনের ৭শ টিরও বেশি টিকিটসহ তিনজন টিকিট দালালকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন শায়েস্তাগঞ্জ বড়চর গ্রামের আব্দুল নূরের ছেলে মো. সোহেল মিয়া (৩৩), বানিয়াচং নোয়াগাঁও গ্রামের মৃত জুনায়েদ মিয়ার ছেলে মো. জলিল সরদার (৪০), শায়েস্তাগঞ্জ দাউদনগর গ্রামের সাঈদ আলীর ছেলে এনাম মিয়া (৩৪),
অভিযান শেষে গ্রেফতারকৃতদের শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। শুনানি শেষে দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯”-এর ৪০ ধারায় প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড (মোট ১,৫০০ টাকা) প্রদান করেন।
পরবর্তীতে দণ্ডপ্রাপ্তদের হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়।
র্যাব-৯ জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং টিকিট কালোবাজারি চক্র নির্মূলে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
সাধারণ যাত্রীরা র্যাবের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে টিকিট বিক্রিতে স্বচ্ছতা ও অনিয়ম রোধে আরও নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।















