হবিগঞ্জে বড় ভাইয়ের চাপাতির কোপে ছোট ভাই নিহত, ঘাতক আটক
- আপডেট সময় : ১১:৪৪:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ ৩০২ বার পড়া হয়েছে
হবিগঞ্জ শহরের যশেরআব্দা এলাকায় বড় ভাইয়ের চাপাতির কোপে মনির হোসেন (২২) নামে এক কসাই নিহত হয়েছেন। এ ঘটনায় শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গতকাল সোমবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে গরু বাজার সংলগ্ন খোয়াই বাঁধ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মনির হোসেন ওই এলাকার আব্দুল খালেকের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, মনির পেশায় কসাই ছিলেন এবং বিভিন্ন বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে গরু জবাই করে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার সময় তুচ্ছ বিষয় নিয়ে তার বড় ভাই, মাদকাসক্ত রনি মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ক্ষিপ্ত হয়ে গরু জবাইয়ের চাপাতি দিয়ে মনিরের মাথা ও শরীরে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মনিরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম শাহাবুদ্দিন শাহীন ও পুলিশের একটি দল হাসপাতালে পৌঁছায়। তার উপস্থিতিতে এসআই লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন জানান, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের চাপাতির কোপে ছোট ভাই নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করার সময় রাতেই ঘাতক রনি মিয়াকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”















