হবিগঞ্জে চিকিৎসাহীন অবস্থায় ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু
মৃত্যুর এক ঘণ্টা পরও এলেন না চিকিৎসক
- আপডেট সময় : ১১:৫৩:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ ১৬৪ বার পড়া হয়েছে
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা না পেয়ে মো. আব্দুল মজিদ (৫৫) নামে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, মৃত্যুর সঙ্গে লড়াই করলেও দায়িত্বে থাকা কোনো চিকিৎসক বা নার্স তাঁর কাছে এগিয়ে আসেননি। মৃত্যুর পরও প্রায় এক ঘণ্টা পর্যন্ত হাসপাতালের কেউ উপস্থিত হননি।
পরিবারের সদস্যদের অভিযোগ, সোমবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ব্যবসায়ী মজিদ। পরে তাঁকে দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হয়। কিন্তু জরুরি বিভাগে গিয়ে কোনো চিকিৎসক পাওয়া যায়নি। উপস্থিত নার্সদের সাহায্য চাইলেও কেউ সাড়া দেননি। রোগী তখন কাতরাচ্ছিলেন, কিন্তু কর্তব্যরত কর্মীরা ছিলেন উদাসীন।
পরিবারের ভাষ্য, প্রায় ৪০ মিনিট পর একটি অক্সিজেন সিলিন্ডার আনা হয়, কিন্তু সেটিতে গ্যাস ছিল না। পরে সেটি পরিবর্তন করতে করতেই দীর্ঘ সময় পার হয়ে যায়। ততক্ষণে ব্যবসায়ী মজিদ চিকিৎসাহীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মো. আব্দুল মজিদ হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল গ্রামের মরহুম আবু মিয়ার পুত্র। তিনি ধুলিয়াখাল পয়েন্ট এলাকার একজন পরিচিত ব্যবসায়ী ছিলেন।
মজিদের ভাই আব্দুল রহমান কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমরা বারবার সাহায্য চেয়েছি। ডাক্তার ডাকলাম, নার্স ডাকলাম কেউ আসেনি। সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালে এনেছিলাম, এখন রাত ৯টা দুই ঘণ্টা হয়ে গেছে, তবুও কোনো ডাক্তার আসেননি। নার্স বা ওয়ার্ডবয়দের কাছেও গেছি, কেউ কর্ণপাত করেনি।”
প্রত্যক্ষদর্শীরা জানান, রোগীর মৃত্যুর প্রায় এক ঘণ্টা পর একজন নার্স এসে তাঁকে মৃত ঘোষণা করেন। ততক্ষণে হাসপাতাল প্রাঙ্গণে শোক ও ক্ষোভে স্থানীয়দের ভিড় জমে যায়।
এক নারী প্রত্যক্ষদর্শী ক্ষোভ প্রকাশ করে বলেন, “মানুষ হাসপাতালে আসে বাঁচার আশায়, কিন্তু এখানে মৃত্যু হয় অবহেলায়। এটা অমানবিক। যদি সরকারি হাসপাতালের এই অবস্থা হয়, তাহলে হাসপাতালের প্রয়োজন কী?”
এ বিষয়ে কথা বলতে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ককে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।















