সংবাদ শিরোনাম ::
মাধবপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত অন্তত ৩০–৩৫ জন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:২০:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ১৪৪ বার পড়া হয়েছে
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর হরিতলা এলাকায় আজ সোমবার (১৩ অক্টোবর) দুপুরে ঢাকা–সিলেট মহাসড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গিয়ে গভীর খাদে পড়ে যায়। বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন, যার মধ্যে ৩০–৩৫ জন গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। গুরুতর আহত কয়েকজনকে পরে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ঘটনায় আহতদের নাম–পরিচয় এখনো জানা যায়নি।
মাধবপুর থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হয়েছে।















