ডিবি পুলিশের অভিযানে মুক্তার নামের যুবক গ্রেফতার
বান্ধবীর সাথে প্রেম করিয়ে না দেওয়ায় ফেক আইডি খুলে এআই দিয়ে পর্নোগ্রাফি ছড়ালো যুবক!
- আপডেট সময় : ০১:৩০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫ ৩৬৫ বার পড়া হয়েছে
বান্ধবীর সাথে প্রেম করিয়ে না দেওয়ায় ফেক আইডি খুলে এআই দিয়ে পর্নোগ্রাফি ছড়ালো যুবক!
ডিবি পুলিশের অভিযানে মুক্তার নামের যুবক গ্রেফতার
হবিগঞ্জে এক তরুণীর নামে ফেসবুকে এআই প্রযুক্তি ব্যবহার করে পর্নোগ্রাফি তৈরি ও অপপ্রচার চালানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (১১ অক্টোবর) রাত ৯ টার দিকে হবিগঞ্জ শহরতলীর পূর্বপইল এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত যুবকের নাম মুক্তার, সে ওই এলাকার সিরাজুল হকের ছেলে।
ঘটনার সূত্র: ডিবি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মুক্তার তার এক বন্ধুর বান্ধবীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে দিতে সাহায্য না করায় ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নিতে ফেসবুকে ভুয়া (ফেক) আইডি খোলে।
এরপর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ওই কিশোরীর মুখমণ্ডল অন্য নারীর দেহে সংযুক্ত করে অশ্লীল ভিডিও ও ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।
তরুণীর নামে তৈরি সেই ফেক আইডি থেকে বিভিন্ন সময় মানহানিকর ও কুরুচিপূর্ণ পোস্ট দেওয়া হয়, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
ডিবির অভিযান ও গ্রেফতার: হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ওসি এ.কে.এম শামীম হাসান জানান, “প্রযুক্তির সহায়তায় আমরা ফেক আইডিটির উৎস শনাক্ত করি। দীর্ঘ পর্যবেক্ষণের পর মুক্তারের সম্পৃক্ততা নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।”
তিনি আরও বলেন, “আসামি মুক্তার স্বীকার করেছে যে, বান্ধবীর সঙ্গে প্রেম করিয়ে না দেওয়ায় ক্ষোভ থেকেই সে এ কাজ করেছে। সে এআই প্রযুক্তি ব্যবহার করে ভিডিও সম্পাদনা ও ছবি তৈরি করে ভিকটিমের নামে ছড়িয়ে দেয়।”
আইনি ব্যবস্থা: ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত মুক্তারের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ বলছে, “প্রযুক্তি ব্যবহার করে কারও মানহানি করা গুরুতর অপরাধ। এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে হবিগঞ্জ জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।”
পুলিশের সতর্কবার্তা: ডিবির ওসি এ.কে.এম শামীম হাসান নাগরিকদের উদ্দেশে বলেন, “সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের সতর্ক থাকতে হবে। কেউ এ ধরনের ভুয়া আইডি বা এআই-নির্মিত কনটেন্টের মাধ্যমে হয়রানির শিকার হলে দ্রুত পুলিশকে অবহিত করুন।”
সংবাদটি আরো সুন্দর করে বিস্তারিত সাজিয়ে দাও
বান্ধবীর সাথে প্রেম করতে সহযোগিতা না করায়
ফেইক আইডি দিয়ে পর্নোগ্রাফি প্রচার!
শহরতলী পূর্বপইল থেকে মুক্তার নামের যুবক গ্রেফতার
স্টাফ রিপোর্টারঃ বান্ধবীর সাথে প্রেম করিয়ে না দেওয়ায়, ক্ষিপ্ত হয়ে ফেসবুকে ফেক আইডি তৈরি করে এআই দিয়ে পর্নোগ্রাফি তৈরি করে অপর বান্ধবী নামে ফেসবুকে অপপ্রচার।
এমন অভিযোগে হবিগঞ্জ শহরতলী পূর্বপইল এলাকা থেকে মুক্তার নামের এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
সে ওই এলাকার সিরাজুল হকের ছেলে।
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ওসি এ.কে.এম শামীম হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে মুক্তার ফেক আইডি তৈরি করে ওই এলাকার এক কিশোরীকে কিশোরীর নামে ফেসবুকে অপপ্রচার চালিয়ে আসছিল। শুধু তাই নয় এআইয়ের মাধ্যমে অন্যের বডি এবং ওই কিশোরীর পেজ সংযুক্ত করে ভিডিও এবং ছবি তৈরি করে ফেসবুকে মানহানিকোর পোস্ট করছিল। প্রযুক্তির সহায়তা নিয়ে গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে আমরা নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে পর্নোগ্রাফি মামলা হচ্ছে।















