শায়েস্তাগঞ্জে ৫৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব-৯
- আপডেট সময় : ০২:৩৪:১১ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫ ১৭৩ বার পড়া হয়েছে
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
অভিযানে মোট ৫৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) ভোরে শায়েস্তাগঞ্জ থানার ব্রাহ্মণডুরা ইউনিয়নের অলিপুর গ্রামস্থ রেলক্রসিং এলাকায় বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
অভিযানটি পরিচালনা করেন র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
আটককৃত ব্যক্তিরা হলেন, চট্টগ্রাম সীতাকুণ্ড ফকিরহাট এলাকার বাসিন্দা মৃত আঃ শক্কুর আলীর ছেলে মোঃ সাইফুল আলম (৪৮), ও লক্ষীপুর করইতলা গ্রামের বাসিন্দা রুহুল আমিনের ছেলে মোঃ রুবেল হোসেন (৩০),
ঘটনার বিবরণ: র্যাব জানায়, ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে, কয়েকজন মাদক ব্যবসায়ী ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রাকে করে বিপুল পরিমাণ গাঁজা বহন করছে।
এমন তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা শায়েস্তাগঞ্জ মোড়ে অবস্থান নিয়ে অলিপুর রেলক্রসিং এলাকায় চেকপোস্ট স্থাপন করে।
পরে সন্দেহভাজন একটি ট্রাক থামানোর সংকেত দিলে, চালক ও হেলপার পালানোর চেষ্টা করে। র্যাব সদস্যরা ধাওয়া করে দুজনকেই আটক করে।
তল্লাশিতে ট্রাকের বডির ভেতরে রাখা ৩টি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ১১টি প্যাকেট, যা খাকি স্কচ টেপে মোড়ানো ছিল, সেগুলোর ভেতর থেকে মোট ৫৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।র্যাবের বক্তব্য: জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানায়, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে হবিগঞ্জসহ আশপাশের এলাকায় গাঁজা সরবরাহ ও বিক্রয় করে আসছিল।
র্যাব-৯ জানায়, “দেশকে মাদকমুক্ত রাখতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতিতে র্যাব-৯ কাজ করছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।”
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে মামলা দায়েরের পর শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।















