মাধবপুরে নিশান এনজিওর গ্রাহকদের শত কোটি টাকা আত্মসাৎ,সম্পত্তি বিক্রির পাঁয়তারা
- আপডেট সময় : ১১:০৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ১৮৫ বার পড়া হয়েছে
মাধবপুর উপজেলার তেলিয়াপাড়ায় নিশান পরিবেশ স্বাস্থ্য ও সোসাইটি নামের একটি এনজিওর বিরুদ্ধে গ্রাহকদের শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এনজিওটির কর্মকর্তারা আত্মগোপনে চলে যাওয়ার পর নতুন করে একটি কুচক্রী মহল প্রতিষ্ঠানটির স্থাবর–অস্থাবর সম্পত্তি গোপনে রেজিস্ট্রি করে নেয়ার চেষ্টা করছে বলে জানা গেছে।
ভুক্তভোগীরা জানিয়েছেন, প্রশাসনের বিশেষ নজরদারি ছাড়া যেন কোনোভাবেই সম্পদ বিক্রি করা না যায়। তারা আশা প্রকাশ করেছেন, হবিগঞ্জ জেলা প্রশাসক, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবেন।
ভুক্তভোগী কামাল মিয়া বলেন, “আমার শেষ সম্বল জায়গা বিক্রি করে মুনাফার আশায় ওই এনজিওতে টাকা জমা রেখেছিলাম। আজ নিঃস্ব হয়ে গেছি।”
রিকশাচালক মিজান মিয়া কান্নাজড়িত কণ্ঠে জানান, “পায়ের ঘাম মাটিতে ফেলে সামান্য টাকা রুজি করি। সেই টাকা দিয়ে ডিপিএস করেছিলাম। সব টাকা নিয়ে পালিয়ে গেল তারা।”
এ ব্যাপারে উপজেলা সমবায় অফিসার মোঃইসমাইল তালুকদার বলেন আমরা প্রশাসনের দিক নির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়েদ বিন কাশেম জানান,এ বিষয়ে মামলা হয়েছে, খতিয়ে দেখা হচ্ছে এবং ভুক্তভোগীদের স্বার্থ রক্ষায় প্রশাসন সর্বোচ্চ ভূমিকা রাখবে।















