মাধবপুরে ধর্ষণ মামলার আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব
- আপডেট সময় : ০২:১৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে
হবিগঞ্জের মাধবপুরে এক ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (৯ অক্টোবর) দুপুরে ফেনী জেলার দাগনভূঞা থানাধীন জিরো পয়েন্ট এলাকায় বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করে র্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও র্যাব-৭ চট্টগ্রামের একটি যৌথ দল।
গ্রেফতারকৃত আসামি হলেন মাধবপুর এক্তিয়ারপুর গ্রাম ইছব আলীর ছেলে মো. ফয়েজ মিয়া (৩০),
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ঠাকুরবাড়ি এক্তিয়ারপুর এলাকার বাসিন্দা।
স্বামীর সাথে তালাক হওয়ার পর তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন।
গত ২৬ সেপ্টেম্বর রাতে পারিবারিক বিষয়ে মায়ের সাথে অভিমান করে তিনি বাড়ি থেকে বের হয়ে এক্তিয়ারপুর বাজারে যান।
সেখানে এক আত্মীয়ের সঙ্গে দেখা হলে ওই ব্যক্তি তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলেন। পথে একই গ্রামের ফয়েজ মিয়ার সঙ্গে দেখা হলে তিনিও সঙ্গে যেতে বলেন।
কিছুদূর যাওয়ার পর ফয়েজ মিয়া কৌশলে ভিকটিমকে পার্শ্ববর্তী এক ব্যক্তির গোয়াল ঘরে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে ঘটনাস্থলে ফেলে রেখে চলে যায়।
পরদিন ভিকটিম বাদী হয়ে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন (মামলা নং-৪২, তারিখ: ২৮/০৯/২৫)।
ঘটনার পর থেকেই পলাতক আসামিকে ধরতে র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা চালায়।
অবশেষে ৯ অক্টোবর দুপুরে ফেনী জেলার দাগনভূঞা থানার জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে আসামি ফয়েজ মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
র্যাব জানায়, “দেশে নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ যেমন ধর্ষণ, হত্যা, মাদক ও সন্ত্রাস দমনে র্যাব সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জননিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের গোয়েন্দা কার্যক্রম ও অভিযান অব্যাহত থাকবে।”
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।















