সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে মাধবপুরের কুখ্যাত মাদক সম্রাট সাকিব গ্রেপ্তার
- আপডেট সময় : ০৮:১৩:৪২ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫ ২২৭ বার পড়া হয়েছে
হবিগঞ্জের মাধবপুরে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথ অভিযানে গ্রেপ্তার হয়েছে কুখ্যাত মাদক সম্রাট ও এলাকার ত্রাস ফুয়াদ হোসেন সাকিব। তিনি মাধবপুর উপজেলার ১নং ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামের সিরাজ আলীর ছেলে।
বুধবার (৩০ জুলাই) ভোররাতে মাধবপুর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও বিজিবির সমন্বিত দল। এ সময় সাকিবের সঙ্গে থাকা তার তিন সহযোগী—জুনাইদ, জাবেদ ও নয়নকেও আটক করা হয়।
২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ এক প্রেস ব্রিফিংয়ে জানান, অভিযানে সাকিবের কাছ থেকে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা নগদ, ৮ কেজি গাঁজা, বিদেশি মদ, ফেনসিডিল, চারটি মোবাইল ফোন, চারটি মোটরসাইকেল, তিনটি বল্লম ও একটি রামদা উদ্ধার করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, সাকিবের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে ১৫টিরও বেশি মামলা রয়েছে।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যাহ জানান, সাকিবকে থানায় হস্তান্তরের পর আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।















