মাধবপুর সীমান্তে ভারতীয় পিতলের মূর্তি ও নগদ অর্থসহ দুই যুবক আটক
- আপডেট সময় : ১১:৩৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ২০৪ বার পড়া হয়েছে
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় পিতলের দুটি মূর্তি, মোবাইল ফোন ও নগদ অর্থসহ দুই বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে মেইন পিলার ১৯৯৬/২০-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সন্তোষপুর নামক এলাকায় এই অভিযান পরিচালনা করে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধীনস্থ ধর্মঘর বিওপি। অভিযানটি বিজিবি টহল কমান্ডার সুবেদার মো. সিদ্দিকুর রহমান এর নেতৃত্বে পরিচালিত হয়।
আটকৃতরা হলেন—সজল গোস্বামী** (২২), পিতা: মৃত শ্রী বাবুল গোস্বামী তুরজয় নায়েক (২০), পিতা: বিদ্যা নায়েক। তারা উভয়ে সিলেট সদর উপজেলার আলীবাহার চা-বাগান এলাকার বাসিন্দা।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে— দুটি ভারতীয় পিতলের মূর্তি একটি OPPO A3 মডেলের মোবাইল ফোন, নগদ ২১,৩৯০ টাকা।
এ বিষয়ে বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
স্থানীয়রা জানান, সীমান্তবর্তী এলাকায় ভারতীয় মূর্তি পাচারের ঘটনা নতুন নয়। বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে।















