ধারণা করা হচ্ছে দেবর করদ আলী তাকে খুন করেছে।
শহরতলীর পইল থেকে দুই সন্তানের জননীর জবাই করা লাশ উদ্ধার
- আপডেট সময় : ১০:৫৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ৫০৭ বার পড়া হয়েছে
হবিগঞ্জ শহরতলীর পইল উত্তরপাড়া এলাকা থেকে দুই সন্তানের জননী আমল চান (৩৫) নামের এক মহিলার জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আমল চান স্থানীয় সবজি ব্যবসায়ী শীতু মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মহিলার দুই সন্তান—বড় ছেলে (৯) ও ছোট ছেলে (৭)—বিকাল ৩টার দিকে পইল নতুন বাজারে তাদের বাবার কাছে যায় ঘরের বাজার সদাই আনতে। পরে বাজার নিয়ে বিকাল ৫টার দিকে বাড়িতে ফিরে এসে দেখে ঘরের দরজা চাপানো (সরাসরি বন্ধ)। দরজায় ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে তারা দেখতে পায়, তাদের মায়ের জবাই করা মৃতদেহ খাটের ওপর পড়ে আছে!
এর আগে বাড়িতে ঢোকার সময় তাদের ছোট চাচা কদর আলীর সঙ্গে তাদের দেখা হয়। সে সময় কদর আলী তাদের বলে,
“আমি তোদের চাচিকে খুঁজতে এসেছিলাম। তোমরা কি জানো, তোমাদের চাচী কোথায়?”
তারা তখন জানায়, তারা কিছু জানে না।
স্থানীয়রা আরও জানান, নিহতের দেবর কদর আলী একজন অনলাইন জুয়ার আসক্ত। কিছুদিন আগে টাকার জন্য সে ওই মহিলাকে হুমকি দিয়েছিল। এতে ধারণা করা হচ্ছে—কদর আলীই পরিকল্পিতভাবে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে।
এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহিন জানান,
“পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত আমল চানকে তাঁর স্বামী শীতু মিয়ার ছোট ভাই কদর আলী খুন করেছে।”
তিনি আরও বলেন, “নিহত মহিলার দুই সন্তান জানিয়েছে, তারা বাড়িতে ফেরার সময় কদর আলীকে দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যেতে দেখেছে। এ তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডের সঙ্গে কদর আলী সরাসরি জড়িত।















