চুনারুঘাটে গভীর রাতে ঘরের সিঁধ কেটে চুরি করতে গিয়ে ৩জন আটক
- আপডেট সময় : ০৮:২৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫ ৩৫০ বার পড়া হয়েছে
চুনারুঘাটে গভীর রাতে ঘরের সিঁধ কেটে চুরি করে বের হওয়ার সময় তিনজনকে আটক করেছে স্থানীয়রা। রবিবার (২০ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের পূর্ব বাসুল্লা গ্রামে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন উপজেলার দক্ষিণকৃষ্ণনগর গ্রামের বাসিন্দা মাসুক মিয়া (৪০), কাবিলাশপুর গ্রামের বাসিন্দা হেলাল মিয়া (৩০) এবং একই গ্রামের বাসিন্দা মফিল মিয়া (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার রাতে মুখোশ পরে স্থানীয় বাসিন্দা সিরাজ মিয়ার বাড়িতে সিঁধ কেটে ঢোকেন কয়েকজন যুবক।
পরে ঘরে থাকা মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে বের হওয়ার সময় একজনের মুখোশ খুলে যায়। ওই সময় ওই ব্যক্তিকে চিনতে পেরে চিৎকার দিয়ে উঠেন পরিবারের সদস্যরা। তাদের চিৎকার শুনে স্থানীয়রা জড়ো হয়ে তিনজনকে আটক করে প্রথমে গাজীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যায়। পরে খবর পেয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
চুরি করার অভিযোগে তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন। তিনি বলেন, ‘আটকরা চুরির কথা স্বীকার করেছে। সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া তাদের দেওয়া তথ্য অনুসারে চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।















