বানিয়াচংয়ে হাওর থেকে নিখোঁজের ৬ দিন পর এক ব্যক্তির লাশ উদ্ধার
- আপডেট সময় : ০২:৪১:২৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫ ২৯৪ বার পড়া হয়েছে
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় হাওরের পানি থেকে নিখোঁজের ছয় দিন পর রঙ্গিলা মিয়া (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে স্থানীয়রা বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের একটি হাওরে লাশ ভেসে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
নিহত রঙ্গিলা মিয়া হবিগঞ্জ সদর উপজেলার উমেদনগর ইউনিয়নের মধ্যহাটির বাসিন্দা।
এর আগে, গত ১৪ জুলাই রাত আনুমানিক ১২টার দিকে বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের আতকুড়া এলাকা থেকে তিনি নিখোঁজ হন। পরদিন রঙ্গিলা মিয়ার ছেলে মো. ওয়াহিদ মিয়া বানিয়াচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজের ছয় দিন পর শনিবার হাওর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তাফা বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।















