সংবাদ শিরোনাম ::
বাবার কিডনিতেও বাঁচানো গেল না ছেলের জীবন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৫৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫ ৩০৬ বার পড়া হয়েছে
সব হার মানল, এমনকি বাবার কিডনিও রক্ষা করতে পারল না আয়ান আহমেদ অনিককে। হবিগঞ্জের নয়া পাথারিয়া গ্রামের এই তরুণ আজ ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে।
ছেলের জীবন বাঁচাতে নিজের শরীরের অংশ নিঃসংকোচে দিয়ে দিয়েছিলেন বাবা তাহির মিয়া। পঞ্চাশোর্ধ এই মানুষটির ত্যাগ ছিল নিঃশর্ত, নিঃস্বার্থ। প্রাণপণ চেষ্টায় পাশে ছিলেন অনিকের প্রবাসী ভাই, পরিবার, আত্মীয়-স্বজন। ভালোবাসার কোনো ঘাটতি ছিল না।
কিন্তু নিয়তির লিখন কি সহজে মুছে ফেলা যায়?
একটি অপারেশন, এক ফোঁটা আশা, আর পাহাড়সম পিতৃস্নেহ, সব হারিয়ে গেল অনিকের নিঃশব্দ বিদায়ের সঙ্গে।















