পইল নতুন বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনে সভাপতি সাইদুর সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন
- আপডেট সময় : ১১:০৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫ ৭৫১ বার পড়া হয়েছে
হবিগঞ্জ সদর উপজেলার পইল নতুন বাজার ব্যবসায়ী কল্যাণ কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উৎসবমূখর পরিবেশে ভোট গ্রহণ করা হয়েছে।
৬টি পদে মোট ১৩ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন।
এতে সভাপতি পদে ঘোড়া প্রতীক নিয়ে ৬৩ ভোটে বিজয়ী হয়েছেন মোঃ সাইদুর রহমান।
তার নিকটতম দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে সাইদুর রহমান শামীম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৫৩ ভোট এবং নজরুল ইসলাম চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ৫৩ ভোট।
সহ-সভাপতি পদে কলস প্রতীক নিয়ে ১১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আঃ মতিন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আফতাব উদ্দিন দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৫৪ ভোট ।
সাধারণ সম্পাদক পদে মোরগ প্রতীক নিয়ে শাহাব উদ্দিন ৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কেনু মিয়া টিউবল প্রতীক নিয়ে পেয়েছেন ৮২ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে চশমা প্রতীক নিয়ে ১০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আরিফুল হক।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দরবেশ আলী টেলিভিশন প্রতীক নিয়ে পেয়েছেন ৬২ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে গোলাপ ফুল প্রতীক নিয়ে ১১১ভোট পেয়ে বিজয়ী হয়েছেন হাবিবুর রহমান লিসকন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আঃ জলিল মই প্রতীক নিয়ে পেয়েছেন ৫৫ ভোট।
কোষাধক্ষ পদে মাছ প্রতীক নিয়ে ১০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আঃ রাজ্জাক।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিদুল হক রিক্সা প্রতীক নিয়ে পেয়েছেন ৬২ ভোট।
ব্যবসায়ী নির্বাচনকে কেন্দ্র করে পইল নতুন বাজার ও আশেপাশের গ্রামগুলোতে গত কয়েকদিন ধরেই উৎসবের আমেজ বিরাজ করে আসছে।
এরই ধারাবাহিকতায় আজ উৎসবমুখর পরিবেশে সবাই তার পছন্দের প্রার্থীদের কোন ধরনের ঝামেলা ছাড়া ভোট দিতে পেরে সবাই খুশি এমনই বক্তব্য ছিলেন উপস্থিত গণমাধ্যম কর্মীদের কাছে।
নিরবিচ্ছিন্ন অবাধ ও নিরপেক্ষভাবে ব্যবসায়ী নির্বাচন সম্পূর্ণ করায়। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী এবং নতুন বাজারের ব্যবসায়ী ভোটাররা নির্বাচনে দায়িত্ব পালনকারী নির্বাচন কমিশনের সকল কর্মকর্তাবৃন্দ , প্রিজাইডিং অফিসার গণমাধ্যম কর্মী সহ এলাকার গন্যমান্য মুরুব্বীদেরকে ধন্যবাদ জানিয়েছেন।















