পাইকপাড়ায় ফিল্মি স্টাইলে ছাত্রীকে অপহরণের ঘটনায় সহোদরসহ গ্রেফতার ৩
- আপডেট সময় : ০১:৪০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ ৩৬৫ বার পড়া হয়েছে
হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় বাস থামিয়ে ফিল্মি স্টাইলে অপহরণ করে বাড়িতে নিয়ে নির্যাতন, অপহরণের ভিডিও ছড়িয়ে দেয়ার ঘটনায় ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এঘটনায় সদর মডেল থানায়, অপহৃত নাছিমার ভাই মোঃ সালেক মিয়া বাদী হয়ে কাউছার,
রুহুল আমিন, সফিক মিয়া, সুহেল মিয়া, সোহাগ মিয়া, রসিদ মিয়া, লুবনা বেগম, রিনা আক্তার, সাহেদা আক্তার, মিনা আক্তার, পান্না আক্তারসহ ১১ জনকে আসামী করে মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে পুলিশ মঙ্গলবার গভীর রাতে আসামীদের বাড়িতে অভিযান চালিয়ে মৃত লতিফ গেদার পুত্র কাউছার মিয়া (৩৫), তার ভাই রুহুল আমিন (৩৯) ও সফিক মিয়ার পুত্র সোহাগ মিয়া (২০), এ ছাড়া অন্য মামলায় আরও ৩ জনকে গ্রেফতার করে। তারা হল, নাজির মিয়া, সাজিদ মিয়া ও আজিজ মিয়া। গতকাল বুধবার তাদেরকে হবিগঞ্জ বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাঁকন দে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। বাদীপক্ষে মামলা পরিচালনা করেন আলহাজ্ব এডভোকেট জিএম শাহীন।
বাদী সালেক মিয়া জানান, হবিগঞ্জ কোর্টে নারী নির্যাতন মামলা করার কারণে গত সোমবার আমি আমার-বোন নাছিমা আক্তারকে নিয়ে হবিগঞ্জ বাসস্ট্যান্ড থেকে একটি লোকাল বাসযোগে মাধবপুর বাড়িতে যাওয়ার পথে পাইকপাড়া নামকস্থানে রিনা আক্তার, তার মেয়ে মিনা আক্তার, পান্না আক্তার, ভাইয়ের স্ত্রী সাহেদা ও লুবনা আক্তার যাত্রীবেশে গাড়ীতে উঠে নাছিমা আন্ডারকে জোরপূর্বক মারপিট করে গাড়ি থেকে নামিয়ে টানা হেচড়া শুরু করে। পরবর্তীতে তাকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় কে বা কারা কারা মোবাইলে ভিডিও ধারণ করে যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে উল্লেখিতদের আসামি করে থানায় মামলা করেন।















