সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রধান শিক্ষক নিহত
হবিগঞ্জ জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:৫৪:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫ ৩৫৪ বার পড়া হয়েছে
হবিগঞ্জের চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন। মৃত মো. হাবিবুর রহমান বাহার(৫২) চুনারুঘাট পৌরসভার পাকু্ড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
তার বাড়ি উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ছয়শ্রী গ্রামে। চুনারুঘাট পৌরসভার উত্তর বাজারে তিনি বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার রাত ১০ টায় উপজেলার কাচুয়া বাজার এলাকায় মেইন রোডের পাশে মোটরসাইকেল আরোহী প্রধান শিক্ষক হাবিবুর রহমান বাহারকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় কয়েকজন পড়ে থাকতে দেখতে পান। তাৎক্ষণিকভাবে তাকে চুনারুঘাট হাসপাতালে নিয়ে আসেন। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার (ওসি) মোহাম্মদ নুর আলম।















