সংবাদ শিরোনাম ::
বাহুবলে ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই গুরুতর আহত

হবিগঞ্জ জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:০৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে
ঢাকা-সিলেট মহাসড়কের মহিষদুলং নামক স্থানে ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই চালক গুরুতর আহত হয়েছে। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার বেলা ১২ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সিলেটগামী একটি কাভার্ড ভ্যানের সাথে ঢাকাগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঝিনাদহ জেলার কালিগঞ্জ উপজেলার আড়পাশা গ্রামের মৃত রুহুল আমিনের পুত্র চালক হারুন (৪০), ও ভোলা জেলার দক্ষিণ আইশা থানার মাঝের চর গ্রামের আব্দুল আলীর পুত্র শামীম (২৮) আহত হয়।
তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে দুঘর্টনার সময় মহাসড়কের উভয়পাশে যানচলাচল বন্ধ থাকে। পরে গাড়ি দুটি হাইওয়ে পুলিশ উদ্ধার করে সড়কের এক পাশে রাখলে যান চলাচল স্বাভাবিক হয়।