সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে আপন কম্পিউটারাইজড ডায়াগনস্টিক সেন্টারকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৩২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ ১৫১ বার পড়া হয়েছে
হবিগঞ্জ শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান চালিয়েছে স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে হবিগঞ্জ শহরের কয়েকটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে নিয়ে যৌথ অভিযান চালানো হয়।
এসময় বর্জ্য ব্যবস্থাপনা, ল্যাব পরিচালনা, অতিরিক্ত মূল্য রাখা সহ নানা অসংগতি পরিলক্ষিত হওয়ায় শহরের বেবিস্টেন্ড এলাকার আপন কম্পিউটারাইজড ডায়াগনস্টিক সেন্টারকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এসময় সিভিল সার্জন বলেন, এরকম সুপারভিশন ও মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে এবং সেবার মান নিশ্চিত না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে অবহিত করেন।