বানিয়াচংয়ে ইউপি চেয়ারম্যান ফরিদ গ্রেফতার

- আপডেট সময় : ০৯:৩১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ ২২১ বার পড়া হয়েছে
হবিগঞ্জের বানিয়াচংয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৯জন ছাত্র-জনতা হত্যা মামলায়
৭ নম্বর বড়ইউড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
ফরিদ আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে ইউনিয়ন পরিষদের সামন থেকে তাকে গ্রেফতার করেন বানিয়াচং থানা পুলিশ।
জানা যায়,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্মমভাবে ৯জন ছাত্র-জনতাকে হত্যা করতে অন্যান্যদের সাথে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন চেয়ারম্যান ফরিদ আহমেদ। তিনি সেই নাইন মার্ডার মামলার এজাহার নামীয় আসামি। তিনি দীর্ঘদিন পলাতক থাকার পর আজ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ওই চেয়ারম্যানকে গ্রেফতার করতে সক্ষম হন।
বানিয়াচং থানার ওসি গোলাম মোস্তফা বলেন,ফরিদ আহমেদ নাইন মার্ডার মামলার এজাহার নামীয় আসামি। দীর্ঘদিন পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে পালিয়ে আত্মগোপনে ছিল,আজ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।