হবিগঞ্জে জাকারিয়া নামের আ.লীগ নেতা গ্রেপ্তার

- আপডেট সময় : ০৮:৫৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ১২০ বার পড়া হয়েছে
হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা জাকারিয়া চৌধুরীকে আজ মঙ্গলবার হবিগঞ্জ শহর থেকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।
সূত্র জানায়, জাকারিয়া চৌধুরীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে জমির দালাল হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে। এছাড়া “বৈষম্য বিরোধী আন্দোলন”-এর ছাত্রদের ওপর হামলা, হত্যাচেষ্টা এবং কোটি কোটি টাকা প্রতারণার সাথেও তার সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, জাকারিয়া নিজেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ‘বন্ধু’ বলে পরিচয় দিতেন এবং এ পরিচয়ের অপব্যবহার করে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন।
ক্যাপ্টেন তাজওয়াজ এর নেতৃত্ব সেনাবাহিনীর একটি টিম পুলিশ সুপার কার্যালয় এলাকা থেকে তাকে আটক করে৷
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি ( তদন্ত) সজল সরকার গ্রেফতার এর বিষয়টি নিশ্চিত করেন৷
চলতি বছরে মার্চ মাসে ঢাকার যাত্রাবাড়ী থানায় রুজু হওয়া ৩৪ নং হত্যা মামলার ১৬৩ নং আসামী জাকারিয়া।এছাড়াও জুলাই অভ্যুত্থানে হত্যা, অর্থ আত্মসাৎ, প্রতারনা ও চেক ডিজঅনার সহ প্রায় ডজন খানেক মামলার আসামী।