সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বাস পিক-আপের সংঘর্ষে চালক নিহত

হবিগঞ্জ জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:৩৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুড়া বাসস্ট্যান্ড এলাকায় বাস-পিক আপ সংঘর্ষ হয়েছে। এতে পিক আপ চালক লিটন মিয়া (৪২) ঘটনাস্থলে নিহত হয়েছেন। এসময় বাসের বেশ কয়েকজন আহত হন। মঙ্গলবার ১ জুলাই দুপুর সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মাধবপুর থানার একদল পুলিশ গাড়িগুলো ও লিটনের লাশ উদ্ধার করে।
মাধবপুর থানার ওসি নিশ্চিত করে বলেন, হবিগঞ্জগামী কাঠাল বোঝাই পিক আপ ভ্যান আর ঢাকাগামী একটি বাসের সংঘর্ষ হয়। এতে লিটন ঘটনাস্থলেই মারা যায়। নিহত লিটন নবীগঞ্জ উপজেলার পশ্চিম জাহিদপুর গ্রামের দিলাওর মিয়ার পুত্র। ঘটনার পর বাস চালক পালিয়ে গেছে।
খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।নিহতের লাশ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি শুভ রঞ্জন চাকমা।