ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী হ*ত্যার ঘটনায় অস্ত্রসহ গ্রেফতার ৪ Logo হবিগঞ্জে ১৮৮০ বোতল বিদেশি মদ‘সহ  গ্রেফতার দুই  Logo খুলনায় যুবদল নেতাকে গুলি করে ও পায়ের রগ কেটে হত্যা Logo চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা, ভিডিও ভাইরাল Logo চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা, ভিডিও ভাইরাল Logo হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও সদস্য সচিবের স্থগিতাদেশ প্রত্যাহার Logo নবীগঞ্জে লাগাতার সংঘর্ষের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে ৬ সাংবাদিকসহ ৩২ জনের নামে মামলা! অজ্ঞাত ৫হাজার Logo মাধবপুরে এসএসসি পরীক্ষায় ফেল: কিশোরীর আত্মহত্যা Logo পাইকপাড়ায় ফিল্মি স্টাইলে ছাত্রীকে অপহরণের ঘটনায় সহোদরসহ গ্রেফতার ৩ Logo জনি হত্যার আসামির ওপর আদালত প্রাঙ্গণে হামলা, ছিনিয়ে নেওয়ার চেষ্টা, দুর্বৃত্তদের বিরুদ্ধে কর্তৃপক্ষের এজাহার দায়ের। সিসি ফুটেজ দেখে গ্রেপ্তারের নির্দেশ 

হবিগঞ্জে ৪৫ মিনিট পর কেন্দ্রে পৌছায় দেয়া হয়নি পরীক্ষার সুযোগ, জেলায় অনুপস্থিত ১৭২

হবিগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:১১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে
বিজয় নিউজ ২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
 হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শুরুর ৪৫ মিনিট পর কেন্দ্রে পৌঁছায় পরীক্ষার সুযোগ দেয়া হয়নি এক পরীক্ষার্থীকে।
এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন চলছে তোলপাড়। চলছে নানা আলোচনা ও সমালোচনা।
যদিও হল সুপার জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীর পরিবারসহ স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন।
জানা যায়- পরীক্ষা হলে যখন সবাই পরীক্ষা দিতে ব্যস্ত, তখন মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে হতাশায় আলিফ সোবহান ডিগ্রি কলেজের শিক্ষার্থী ঝর্ণা আক্তার। ঝর্ণার অভিযোগ ৪৫ মিনিট পর কেন্দ্রে পৌঁছায় তাঁকে পরীক্ষা দিতে দেয়নি কর্তৃপক্ষ।
ঝর্ণা আক্তার বলেন, ‘আমি অসুস্থ থাকায় সিলেটে নানার বাড়িতে ছিলাম। ভেবেছিলাম সকাল সকাল গিয়ে আমি পরীক্ষা কেন্দ্রে হাজির হব। কিন্তু পথিমধ্যে পথে বাসে যান্ত্রিক ত্রুটির কারণে দেরি হয়ে যায়। ফলে আমি কেন্দ্রের ভিতর যেতে পারলেও শিক্ষকরা আমাকে হল থেকে বের করে দেয়।’
ঝর্ণা বলেন, ‘আমি বার বার তাদেরকে পরীক্ষা দেয়ার সুযোগ চাইলেও তারা তা দেননি।’
শিক্ষার্থী ঝর্ণার ভাই ইমন মিয়া বলেন, ‘অসুস্থতার কারণে ঝর্ণা সিলেটে নানাবাড়িতে অবস্থান করছিল। বৃহস্পতিবার সকালে বাসে মিরপুরের উদ্দেশে রওনা দিলে পথে বাসে যান্ত্রিক ত্রুটির কারণে দেরি হয়। পৌণে ১১টায় কেন্দ্রে পৌঁছালে তাঁকে হল থেকে বের করে দেন শিক্ষকরা।’
মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের অধ্যক্ষ ও কেন্দ্র প্রধান মো. আমির উদ্দীন বলেন, ‘ওই শিক্ষার্থীর দেরিতে আসার বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে। নিয়ম অনুযায়ী ঝর্ণাকে পরীক্ষায় অংশ নিতে দেয়ার সুযোগ ছিলো না।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দীন বলেন, ‘ওই শিক্ষার্থী ১ ঘন্টা দেরি করে কেন্দ্রে যায়। যেহেতু আইন অনুযায়ী সে পরীক্ষা দিতে পারে না। তাই বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে। যদিও অনেকেই বলছেন, মেয়েটির ভবিষ্যতের কথা বিবেচনা করে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া উচিত ছিল।’
এদিকে, জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে মোট ১৭২ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা কল্যাণ ও প্রবাসি শাখার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আক্তার সেতু।
তিনি জানান, এইচএসসি পরীক্ষায় ১৪৩, কারিগরি পরীক্ষায় ৩ ও আলিম পরীক্ষায় ২৬ জন অনুপস্থিত ছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জে ৪৫ মিনিট পর কেন্দ্রে পৌছায় দেয়া হয়নি পরীক্ষার সুযোগ, জেলায় অনুপস্থিত ১৭২

আপডেট সময় : ০৮:১১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
 হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শুরুর ৪৫ মিনিট পর কেন্দ্রে পৌঁছায় পরীক্ষার সুযোগ দেয়া হয়নি এক পরীক্ষার্থীকে।
এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন চলছে তোলপাড়। চলছে নানা আলোচনা ও সমালোচনা।
যদিও হল সুপার জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীর পরিবারসহ স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন।
জানা যায়- পরীক্ষা হলে যখন সবাই পরীক্ষা দিতে ব্যস্ত, তখন মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে হতাশায় আলিফ সোবহান ডিগ্রি কলেজের শিক্ষার্থী ঝর্ণা আক্তার। ঝর্ণার অভিযোগ ৪৫ মিনিট পর কেন্দ্রে পৌঁছায় তাঁকে পরীক্ষা দিতে দেয়নি কর্তৃপক্ষ।
ঝর্ণা আক্তার বলেন, ‘আমি অসুস্থ থাকায় সিলেটে নানার বাড়িতে ছিলাম। ভেবেছিলাম সকাল সকাল গিয়ে আমি পরীক্ষা কেন্দ্রে হাজির হব। কিন্তু পথিমধ্যে পথে বাসে যান্ত্রিক ত্রুটির কারণে দেরি হয়ে যায়। ফলে আমি কেন্দ্রের ভিতর যেতে পারলেও শিক্ষকরা আমাকে হল থেকে বের করে দেয়।’
ঝর্ণা বলেন, ‘আমি বার বার তাদেরকে পরীক্ষা দেয়ার সুযোগ চাইলেও তারা তা দেননি।’
শিক্ষার্থী ঝর্ণার ভাই ইমন মিয়া বলেন, ‘অসুস্থতার কারণে ঝর্ণা সিলেটে নানাবাড়িতে অবস্থান করছিল। বৃহস্পতিবার সকালে বাসে মিরপুরের উদ্দেশে রওনা দিলে পথে বাসে যান্ত্রিক ত্রুটির কারণে দেরি হয়। পৌণে ১১টায় কেন্দ্রে পৌঁছালে তাঁকে হল থেকে বের করে দেন শিক্ষকরা।’
মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের অধ্যক্ষ ও কেন্দ্র প্রধান মো. আমির উদ্দীন বলেন, ‘ওই শিক্ষার্থীর দেরিতে আসার বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে। নিয়ম অনুযায়ী ঝর্ণাকে পরীক্ষায় অংশ নিতে দেয়ার সুযোগ ছিলো না।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দীন বলেন, ‘ওই শিক্ষার্থী ১ ঘন্টা দেরি করে কেন্দ্রে যায়। যেহেতু আইন অনুযায়ী সে পরীক্ষা দিতে পারে না। তাই বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে। যদিও অনেকেই বলছেন, মেয়েটির ভবিষ্যতের কথা বিবেচনা করে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া উচিত ছিল।’
এদিকে, জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে মোট ১৭২ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা কল্যাণ ও প্রবাসি শাখার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আক্তার সেতু।
তিনি জানান, এইচএসসি পরীক্ষায় ১৪৩, কারিগরি পরীক্ষায় ৩ ও আলিম পরীক্ষায় ২৬ জন অনুপস্থিত ছিল।