সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ পুকুর থেকে কুরআনের হাফেজের লাশ উদ্ধার

হবিগঞ্জ জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ১২:১৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে
হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ পুকুর থেকে আবুল মনসুর (১৫) নামে এক কুরআনের হাফেজের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ২২ শে জুন রাতে কোন এক সময় বন্ধু-বান্ধবের সাথে মিলে ওই পুকুরে গোসল নামার পর এই দুর্ঘটনা ঘটে।
সোমবার (২৩ জুন) সকালে ঈদগাহ পুকুরে ওই কোরআনে হাফেজের লাশ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। পরবর্তীতে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
এ বিষয়ে সদর থানা অফিসার্স ইন চার্জ (ওসি) শাহাবুদ্দিন শাহীন বলেন, প্রাথমিকভাবে আমরা জেনেছি বন্ধু-বান্ধবের সাথে গোসল করতে নেমে এ দুর্ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। তদন্ত রিপোর্ট আসলে বোঝা যাবে প্রকৃত ঘটনা কি।এই মুহূর্তে আমরা একটা অপমৃত্যু মামলা দায়ের করব।