হবিগঞ্জে পদক্ষেপ এর আবৃত্তি অনুষ্ঠান বর্ষা আবাহন

- আপডেট সময় : ১১:০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫ ২৩২ বার পড়া হয়েছে
হবিগঞ্জের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন পদক্ষেপ এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “এই সন্ধ্যার কবিতা বর্ষা আবাহন”। ২১ জুন শনিবার সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানে একক, দ্বৈত ও কোরাস আবৃত্তির সঙ্গে ছিল গান ও নাচ। চমৎকার এই পরিবেশনা দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
নাসরিন হকের গ্রন্থনা নির্দেশনায় কুমকুম চৌধুরীর পরিচালনায় বর্ষা আবাহন শীর্ষক পরিবেশনায় অংশগ্রহণ করেন, নাসরিন হক, কুমকুম চৌধুরী, শর্মিলী পাল, রবীন্দ্র, রুদমিলা, লগ্নজিতা, রাজদীপ, জেরিন, শ্রেয়া, অর্পিতা, মীম, ইনা, বেদান্ত, যুবরাজ, সামান্ত, আরাধ্যা, এঞ্জেল, অনন্যা, বিন্দু, তৃষা প্রমুখ।

অনুষ্ঠান শেষ পদক্ষেপ এর প্রতিষ্ঠাতা সভাপতি তোফাজ্জল সোহেল এর সঞ্চালনায় অনুভূতি প্রকাশ করেন বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিবেশ সংগঠক অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক জাহান আরা খাতুন, লেখক তাহমিনা বেগম গিনি, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, অধ্যক্ষ আলী আজগর, সঙ্গীত শিল্পী শাহ আলম চৌধুরী মিন্টু, নাট্যকার সিদ্দিকী হারুন, এডভোকেট হাসবি সাঈদ চৌধুরী, নাট্যকর্মী প্রভাষক মুক্তাদির সোহেল, নাট্যকর্মী সাইফুর রহমান পাবলু, প্রভাষক হাবিব খোকন, নাট্যকর্মী অজয় রায় প্রমুখ