২শ টাকা অর্থদণ্ড, এক মাসের জেল!
জালিয়াতির মাধ্যমে অন্যের পরীক্ষা দিতে গিয়ে গ্রেফতার জেলা প্রশাসনের কর্মচারী!

- আপডেট সময় : ০৩:৪৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫ ২৫৩ বার পড়া হয়েছে
হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী পদে অন্যের পরীক্ষা জালিয়াতির মাধ্যমে দিতে গিয়ে গ্রেপ্তার হয়েছে প্রনব চন্দ্র দেব নামের এক সরকারি কর্মচারী।
তিনি লাখাই উপজেলা ভূমি অফিসে সার্টিফিকেট পেশকার পদে কর্মরত আছেন।
শুক্রবার ২০ জুন সকালে হবিগঞ্জ: জেলা প্রশাসকের কার্যালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ পরীক্ষা চলাকালীন সময়ে বিয়াম ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে জালিয়াতির মাধ্যমে ভুয়া পরীক্ষার্থী সেজে পরীক্ষা দিতে গিয়ে তিনি আটক হোন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। পরীক্ষা চলাকালীন সময়ে নির্ধারিত পরীক্ষার্থীর পরিবর্তে বানিয়াচং উপজেলার যাত্রা পাশা গ্রামের বাসিন্দা বিধান চন্দ্র দেবের ছেলে প্রনব চন্দ্র দেব পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরে বিষয়টি বুঝতে পেরে প্রশাসন তাকে হাতেনাতে আটক করে।
পরবর্তীতে মোবাইল কোর্ট পরিচালনা করেন তাকে ২শ টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রঞ্জিত চন্দ্র দাস। এক মাসের সাজা প্রদানের কারণে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সরকারি চাকরি চলে যাবে কিনা এই প্রশ্নের জবাবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রঞ্জিত চন্দ্র দাস বলেন, বিষয়টি সঠিক ভাবে এখন বলা যাচ্ছে না, তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।