শায়েস্তাগঞ্জে রঙ মিশ্রিত মাছ বিক্রি, দুই ব্যবসায়ীর ২১ কেজি মাছ জনসম্মুখে বিনষ্ট

- আপডেট সময় : ০১:০০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ ১২১ বার পড়া হয়েছে
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদনগর বাজারে কাপড়ের রং মিশ্রিত শিং ও মাগুর মাছ বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ী নাসির মিয়া ও হিরো মিয়াকে অভিযুক্ত করে ২১ কেজি মাছ জব্দ ও তা জনসম্মুখে বিনষ্ট করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা কনিক চন্দ্র শর্মা। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
এসময় ওই দুই ব্যবসায়ী দাবি করেন, তারা মাছগুলো সুতাং বাজারের একটি আড়ত থেকে পাইকারি কিনেছিলেন।
এর আগে, গত ৩ জুন একই বাজারে রাসায়নিক জেলি মেশানো চিংড়ি মাছ বিক্রির দায়ে মাছ ব্যবসায়ী আলাই মিয়াকে ২ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব হোম দাস। ২০২১ সালের ২৩ জুন একই ধরনের অপরাধে মামুন মিয়া নামের এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা কনিক চন্দ্র শর্মা জানান, মাছের মধ্যে ক্ষতিকর রাসায়নিক ও রঙ ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।