সংবাদ শিরোনাম ::
বাহুবলে সেনাবাহিনীর যৌথ অভিযানে ৯২ কেজি গাঁজাসহ কারবারি আটক

হবিগঞ্জ জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০২:৪৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ ১২৮ বার পড়া হয়েছে
হবিগঞ্জের বাহুবলের বানিয়াগাঁও গ্রামে সেনাবাহিনীর যৌথ অভিযানে ৯২ কেজি গাঁজাসহ মর্তুজ আলী (৪৮) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তিনি চুনারুঘাট উপজেলার আমকান্দি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
সেনাবাহিনীর হবিগঞ্জ ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার(১৯ জুন) ভোরে উপজেলার বানিয়াগাঁও গ্রামের আয়াত আলীর কলাবাগানে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯২ কেজি গাঁজা সহ মর্তুজ আলীকে আটক করা হয়।
পরে থাকে বাহুবল মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, সেনাবাহিনীর যৌথ অভিযান শেষে আটক মাদক কারবারি মর্তুজ আলীকে থানায় সোপর্দ করেছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।