নিখোঁজের চার দিনেও খোঁজ মিলেনি মাদ্রাসা ছাত্র রিফাত হাসানের

- আপডেট সময় : ১১:০৫:৫১ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫ ১৮৯ বার পড়া হয়েছে
ঈদের ছুটি শেষে মাদ্রাসা যাওয়ার পথে গত ১১ জুন নিখোঁজ হয়ে যায় মাদ্রাসা ছাত্র রিফাত হাসান (১৩)। এরপর গত চারদিনেও কোন খোঁজ খবর পায়নি তার স্বজনরা।
অবশেষে নিরুপায় হয়ে গত শুক্রবার ১৩ জুন মোগরাবাজার থানায় সাধারণ ডায়েরি করেন রিফাতের বাবা গোলাপ শাহ।
হবিগঞ্জ সদর উপজেলার আটঘরিয়া গ্রামের বাসিন্দা গোলাপ শাহ সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন,
তার ছেলে মো: রিফাত হাসানকে হাফিজ হিসাবে গড়ে তুলার জন্য দৌলতপুর শাহ ছুফি হাবিবিয়া হাফিজিয়া মাদরাসায় হিফজ বিভাগে ভর্তি করান। সেখানে সে বর্তমানে অধ্যায়ন করে আসতে।ঈদের বন্ধে মাদ্রাসা থেকে সে বাড়িতে আসে। ছুটি শেষে গত ১১ জুন রিফাত মাদ্রাসার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে যায়। ওই দিন আনুমানিক বিকাল চারটার দিকে মোগলাবাজার থানাধীন রাখালগঞ্জ বাজার দৌলতপুর শাহ ছুফি হাবিবিয়া হাফিজিয়া মাদরাসার সামনে তার বন্ধু বান্ধবের সাথে দেখা করে । অতপর গত ২/৩ অভিবাহিত হওয়ার পর তার বাবা দৌলতপুর শাহ ছুফি হাবিবিয়া হাফিজিয়া মাদ্রাসার হুজুরদের ফোন করেন ছেলের খোঁজ খবর জানার জন্য। ওই সময় মাদ্রাসার শিক্ষকরা জানান রিফাত মাদ্রাসাতে নেই।
পরবর্তীতে তার বাবা ছেলের খোঁজে দৌলতপুর শাহ ছুফি হাবিবিয়া হাফিজিয়া মাদরাসা গিয়ে ছেলেকে খোঁজাখোজি করেন। এরপর তার সকল আত্মীয়-স্বজনের বাড়িতেও খোঁজখবর নেন কিন্তু কোথাও রিফাতকে পাওয়া যায় না।
পরে বাধ্য হয়ে মোগরাবাজার থানায় সাধারণ ডায়েরি করেন। এই পরিস্থিতিতে কেউ যদি রিফাতের সন্ধান পান তাহলে নিম্নে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলো।
01741125819