লাখাইয়ে ঈদগাহ মাঠে বসাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ আহত ১৬

- আপডেট সময় : ০৮:৩৩:১২ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫ ১৩২ বার পড়া হয়েছে
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় ঈদগাহ মাঠে বসাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ১৬ আহত হয়েছে। খোঁজ নিয়ে জানা যায় মঙ্গলবার ১০ জুন বিকেলে মুড়িযাউক গ্রামের পশ্চিম পাড়ের এমদাদুল হক চৌধুরী ও বশির আহমেদ চৌধুরীর মাঝে ঈদগাহ মাঠে বসাকে কেন্দ্র করে উভয় পক্ষের মাঝে বাকবিতন্ডার ঘটনা ঘটে।
এরই জের ধরে ১১ জুন বুধবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে দাঙ্গায় জড়িয়ে পড়ে এতে উভয় পক্ষের ১৬ জন লোক আহত হয়। আহতরা হলেন সোহেল চৌধুরী, তোফায়েল চৌধুরী, শামীম মিয়া, বলু মিয়া, শাহিন মিয়া, বিরাজ মিয়া, মুখলেছ মিয়া,কাশেম, মাছুম, উজ্জ্বল বাদল মিয়া, ববি মিয়া, রবিন মিয়া,শাওন মিয়া,খোকন মিয়া।
ঘটনার পর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে চিকিৎসা সেবা গ্রহন করেন এবং আহত তোফায়েল চৌধুরী, মুখলেছ মিয়া ও ববি মিয়ার গুরুতর আহত হওয়ায় তাদেরকে হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এ ঘটনা সংবাদ পেয়ে লাখাই থানার পুলিশ ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনা স্থল থেকে উভয় পক্ষের ৮ জন কে আটক করা হয়েছে মর্মে খবর পাওয়া গেছে।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ বন্দে আলী জানান, মারামারির সংবাদ পেয়ে ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন আমার উর্ধতন কর্মকর্তা মহোদয়ের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।