সংবাদ শিরোনাম ::
মাধবপুরে রাবার ড্যাম থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

হবিগঞ্জ জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০১:৫৫:১১ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫ ১৬৫ বার পড়া হয়েছে
হবিগঞ্জের মাধবপুরের বহরায় সোনাই নদীর রাবার ড্যামে পানিতে নেমে নিখোঁজ জলিলের লাশ সোমবার (৯ জুন) উদ্ধার করা হয়েছে।
সকালে রাজাপুরের আখালিয়া এলাকায় লাশটি নদীতে ভাসতে দেখে স্থাণীয়রা এটি উদ্ধার করে।
খবর পেয়ে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যারা সেখানে যান। এসআই অঞ্জন তালুকদার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে গত রবিবার (৮ জুন) দুপুরে বন্ধুদের সাথে রাবার ড্যামে বেড়াতে গিয়ে পানিতে নেমে নিখোঁজ হয় বুল্লা ইউনিয়নের মাহমুদপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে জলিল।নদীর স্রোতে ভেসে যায়।
খবর পেয়ে ফায়ার স্টেশনের একটি টিম ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি করেও জলিলের কোনো সন্ধান পায়নি।
সোমবার আবারও তল্লাশি করার কথা জানিয়েছিলেন ফায়ার স্টেশনের সাব অফিসার তোফাজ্জল হোসেন।