সংবাদ শিরোনাম ::
বাহুবলে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:১৯:১৫ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে
হবিগঞ্জের বাহুবল উপজেলার ৪নং সদর ইউনিয়নের জারিয়া গ্রামে জমিতে চাষ দেয়া নিয়ে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আলী আহমদ (৫০) নামে একজন নিহত ও ২০ জন আহত হয়েছে।
৯ জুন দুপুর সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, জমিতে চাষ দেয়া নিয়ে ওই গ্রামের আওয়াল মেম্বারের পক্ষের লোকজনের সাথে বাকবিতন্ডা হয় নিহত আলী আহমদ এর লোকজনের। এ নিয়ে উভপক্ষে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের ২০ জন আহত হয় এবং প্রতিপক্ষের ফিকলের আঘাতে আলী আহমদ গুরুতর আহত হয়। তাকে বাহুবল উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বাহুবল মডেল থানার ওসি মো: জাহিদুল ইসলামকে একাধিক বার কল দিলেও তিনি রিসিভ করেননি।