বানিয়াচংয়ে ঈদের ২য় দিন টেটা যুদ্ধে নিহত ১, আহত অর্ধশত

- আপডেট সময় : ০৯:১৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫ ১৯২ বার পড়া হয়েছে
বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের বাতাকান্দি গ্রামে দু’পক্ষের সংঘর্ষে টেটা বিদ্ধ হযে হযরত আলী (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এঘটনায় আরো প্রায় অর্ধশত আহত হয়েছে।
রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টা ধরে এ সংঘর্ষে চলে।
ঘটনার পর কাগাপাশা ইউনিয়নের বিট পুলিশ কর্মকর্তা এসআই রুপক দাসের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাতাকান্দি গ্রামের উসমান মিয়া ও একই গ্রামের হারুন মিয়ার লোকজনের মধ্যে পূর্ব বিরোধের জেরে এই সংঘর্ষ হয়। সংঘর্ষে হারুন মিয়ার পক্ষের হযরত আলী গুরুতর আহত হলে তাকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
নিহতের ভাই মস্ত মিয়া জানান, ঘটনার সূত্রপাত হয় বিকেলে নতুন হাটিতে উসমান মিয়ার চাচা রহিম মিয়া ও হযরত আলীর মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে রহিম মিয়ার স্বজনরা হযরত আলীকে হামলা চালায়। এ সময় হারুনের চাচা তাহের মিয়া হযরত আলীকে বাঁচাতে গেলে তাকেও হামলা চালায়।
এরপর উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তিনি আরও জানান, তাদের পক্ষের অন্তত ৩০-৪০ জন আহত হয়েছেন। তাদের হবিগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে এসআই রুপক দাস জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কাগাপাশা ইউনিয়নের বগী গ্রামে উছমান মিয়ার নানাবাড়ি থেকে আটক করা হয়েছে বলে তিনি স্বীকার করেছেন।