আগামী বুধবার ও বৃহস্পতিবার পইল সরকারি গরুর বাজার

- আপডেট সময় : ১০:০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ১৪৩ বার পড়া হয়েছে
শহরতলী পইলে আগামীকাল বুধবার ও পরের দিন বৃহস্পতিবার বিশাল গরু ছাগলের হাট জমায়েত হবে।
হবিগঞ্জ শহরের সবচেয়ে কাছাকাছি সরকারি স্থায়ী পশুর হাট পইল গ্রামে প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল আজহা সামনে রেখে বিশাল গরু-ছাগলের হাট জমায়েত হচ্ছে।
গত সোমবার (২মে) অনুষ্ঠিত গরুর বাজারে সরজমিনে ঘুরে দেখা যায়, বাজারটিতে দেশি-বিদেশি ছোট বড় বিভিন্ন আকারে গরু-ছাগল নিয়ে এসেছেন বিক্রেতারা। বাজারে আগত ক্রেতা বিক্রেতা দের সাথে কথা বলে জানা যায়। এর আগের বাজারের চেয়ে আজকে বেচাকেনা অনেক ভালো হয়েছে। এছাড়াও অন্যান্য বছরের তুলনায় এই বছর পশুর দাম অনেকটাই কম। শহরের যশোরআব্দা থেকে সিরাজ মিয়া নামের এক ব্যক্তি এসেছে পশু কেনার জন্য তিনি বলেন, ৭০ হাজার টাকা দিয়ে কালো একটা ডেখা গরু কিনেছি। অন্য বছর এমন একটা গরু কিনতে ১ লক্ষ টাকা লাগতো।
বাহুবল থেকে শিপন মিয়া নামের এক গরুর খামারি এসেছেন পাঁচটি গরু নিয়ে বিক্রয় করতে। ইতিমধ্যে তিনি তিনটি গরু বিক্রয় করেছেন। তিনি জানান, অন্য বছরের তুলনায় গরুর মূল্য কম পেয়েছেন। এই জন্য পশু পালন করে খুব বেশি একটা লাভ হবে না, লসের সম্ভাবনা আছে।
গরুর বাজারের ইজারাদার সাইদুর রহমান বলেন, বৃষ্টির কারণে গত দুই বাজারে মাত্র ১০-১২ টা গরু বিক্রয় হয়েছে। আজকের সোমবারের বাজারে প্রায় ১০০ গরু এবং ১০-১৫ টা ছাগল বিক্রয় হয়েছে। এতে করে যে পরিমাণ টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে ইজারা নিয়েছি সেই টাকাই উঠবে না। লাভ তো পরের বিষয়। আগামী বাজারগুলোতে যদি বৃষ্টি না হয়, হয়তো কিছুটা হলেও টাকা উঠাতে পারবো।