সাংবাদিককে মুক্তা ইব্রাহিমের ওস্তাদের হুমকি!
ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগের মামলায় উচ্চ আদালতে জামিন পায়নি চুনারুঘাটের টিকটকার মুক্তা-ইব্রাহিম

- আপডেট সময় : ০১:৩৮:০০ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫ ৩৯৪ বার পড়া হয়েছে
সামাজিক যোগাযোগ ফেসবুক, ইউটিউব ও টিকটকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ভিডিও তৈরি করা অভিযোগের মামলায় উচ্চ আদালতে আগাম জামিনের আবেদন করে ব্যর্থ হয়েছেন চুনারুঘাটের সমালোচিত টিকটকার মুক্তা-ইব্রাহিম। এর আগে উচ্চ আদালতের মূল ভবনের ২৩নং কক্ষে ৩৭২৬৯/২৫নং টেন্ডারে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও নাসরিন আক্তারের বেঞ্চ-এ গতকাল রবিবার জামিনের আবেদন করেন আসামী পক্ষের আইনজীবি আসাদুজ্জামান রুপন। জবাবে উচ্চ আদালতের দ্বৈত বেঞ্চ বলেন, ‘এরা ইসলাম ধর্ম বিরোধী ভিডিও বানিয়ে টাকা ইনকাম করে। এদের কিভাবে জামিন দেয়া যায়’? এ সময় রাষ্ট্রপক্ষে (ডেপুটি-অ্যাটর্নি-জেনারেল) ডিএজি মোহাম্মদ ইমরান খান জামিনের বিরোধীতা করেন। এদিকে, পবিত্র কোরআন-এর সূরা ফাতিহা’র দুই আয়াত নিয়ে নিম্নমানের ফানি ভিডিও তৈরি করে সামাজিক ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে কন্টেন্ট ক্রিয়েটর ওই দম্পতির বিরুদ্ধে ১৫ এপ্রিল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদালতে আইনজীবী সেলিম আহমেদ এক মামলা দায়ের করেন। অভিযুক্তরা ‘ইএম টিভি’ নামক ফেসবুক পেজে পবিত্র কোরআনের প্রথম সূরা ‘ফাতিহার’ দুইটি লাইন (মালিকি ইয়াওমিদ্দিন ও ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তায়িন) ব্যাঙ করে উচ্চারণ করেন। তবে মামলা দায়ের হওয়ার পরও আসামী গ্রেফতার না হওয়াতে সমালোচনর ঝড় বইছে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে।
ঘটনার পর থেকে স্থানীয় এবং জাতীয় গণমাধ্যমে একের পরে সংবাদ প্রকাশিত হচ্ছে। এরপরও গ্রেফতার হচ্ছে না টিকটকার মুক্তা ইব্রাহিম।
হবিগঞ্জের একজন গণমাধ্যম কর্মী জানিয়েছেন সংবাদ প্রকাশের পর অপরিচিত নাম্বার থেকে মুক্তা ইব্রাহিমের ওস্তাদ দাবি করে, আগামীতে যেন তাদের বিরুদ্ধে আর কোন সংবাদ প্রকাশ না করা হয়। এই মর্মে হুমকি প্রদান করা হয়েছে। এই পরিস্থিতিতে সচেতন মহলের দাবি পুলিশ যেহেতু মুক্তা ইব্রাহিমকে খুঁজে পাচ্ছে না, তাহলে তাদের ওস্তাদের গ্রেপ্তার করলেই এমনিতেই মুক্তা ইব্রাহিম বেরিয়ে আসবে।